পটুয়াখালীর কুয়াকাটায় নৈতিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এক দিনের ব্যবধানে চার যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে সকালে বহিষ্কৃত নেতা ছিলেন কুয়াকাটা পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ২নং সদস্য মো. হাসান। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়।
একই দিনে সকালে আরও তিন নেতা—কুয়াকাটা পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. সোহেল মিয়াজী, ৭নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার, এবং যুবদল সদস্য মো. ইউসুফ ঘরামিকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত মো. হাসান বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন এবং এটি রাজনৈতিক চক্রান্ত। জেলা যুবদলের কাছে এর ব্যাখ্যা চাইবো।”
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন, “দলীয় নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে জেলা যুবদল আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এটি তাদের সরাসরি সিদ্ধান্ত।”
পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান লিখিত বক্তব্যে জানান, “নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. শিপলু খান অনুমোদন করেছেন। বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা যুবদল জানিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা চলছে।