শিরোনাম

গুগল ক্রোমে আসছে নতুন তথ্য যাচাই ফিচার

Views: 7

প্রতিদিন আমাদের বিভিন্ন কাজের জন্য তথ্য প্রয়োজন হয় এবং সেই তথ্য আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করি। তবে অনেকেই জানেন না, এসব তথ্য সত্য কি না। এবার গুগল ক্রোম ব্রাউজারে আসছে এমন একটি নতুন ফিচার যা তথ্য যাচাইয়ের কাজটিকে সহজ করে তুলবে।

এদিকে, গুগল ক্রোমে যুক্ত হতে চলেছে একটি নতুন ফিচার, যার নাম ‘স্টোর রিভিউস’। এই ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ওয়েবসাইটের তথ্যের সত্যতা যাচাই করবে এবং একটি সারাংশ তৈরি করবে। এরপর, ব্যবহারকারীরা যখন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে সারাংশটি তাদেরকে প্রদর্শন করবে। এর ফলে তারা জানতে পারবেন ওয়েবসাইটের তথ্য কতটা সঠিক বা গ্রহণযোগ্য।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি চালু হলে, ক্রোম ব্রাউজারে একটি পপআপ প্যানেল দেখা যাবে যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্যের সারাংশ থাকবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, ইনস্টাগ্রাম স্টোরিজে সম্প্রতি এসেছে নতুন একটি ফিচার, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সহজ তথ্য শেয়ারিংয়ের সুযোগ তৈরি করবে।

ক্রোম ব্রাউজারের ভবিষ্যৎ নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং বেশ কিছু অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগ করেছে। যদি এসব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে গুগলকে ছয় মাসের মধ্যে ক্রোম ব্রাউজার বিক্রি করতে হতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *