পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে ট্রলার চালু দিতে গিয়ে গলার মাফলার মেশিনের হুইলে পেঁচিয়ে মিরাজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামের আমির হাওলাদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজের মৃতদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ ও তার সহকর্মীরা উলানিয়া বাজারে বরফ নিতে একটি ট্রলার নিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে বরফ নিয়ে মেশিন চালু করতে গেলে মিরাজের গলার মাফলার মেশিনের হুইলে পেঁচিয়ে গিয়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় লোকজন মিরাজকে উদ্ধারের আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “মেশিন চালু দিতে গিয়ে মিরাজের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম