শিরোনাম

আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায়

Views: 33
চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, পোল্যান্ডের নাগরিক হফমানস্কি পিওতর জোজেফ রাশিয়ার ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসেবে বিবেচিত হবেন। তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মন্ত্রণালয়।

একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকারবিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লোভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এমন উদ্যোগের জবাবে এর আগে আইসিসির কৌঁসুলি করিম খান ও কয়েক বিচারকের বিরুদ্ধে পাল্টা গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া। এবার আইসিসির প্রেসিডেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে।

 

এ মাসে ইউক্রেনে মাঠপর্যায়ে কার্যালয় খুলেছে আইসিসি। মূলত পশ্চিমা-সমর্থিত দেশ ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার জন্য রুশ বাহিনীকে জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টার অংশ হিসেবে এ কার্যালয় খোলা হয়েছে।

সূত্র: দ্য মস্কো টাইমস

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *