ইরানের নৌবাহিনী তাদের নতুন ড্রোনবাহী রণতরি, ‘শহীদ বাঘেরি’, সম্প্রতি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। ম্যাক্সার স্যাটেলাইটের তোলা ছবিতে এই রণতরিটি ইরানের বন্দর আব্বাসের নৌবন্দরের কাছে অবস্থান করছিল।
এই ড্রোন ক্যারিয়ারটি বিশেষভাবে কনটেইনারবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে পরিবর্তিত করে তৈরি করা হয়েছে, যাতে এটি ড্রোন উড্ডয়ন ও অবতরণে সক্ষম হয়। দেখতে অনেকটা বিমানবাহী রণতরির মতো মনে হলেও, এটি একটি ছোট রানওয়ে এবং স্কি-জাম্প প্রযুক্তির সাহায্যে শুধুমাত্র ড্রোন ও হেলিকপ্টার পরিচালনা করতে সক্ষম।
প্রথমবারের মতো সি ট্রায়ালে অংশগ্রহণের জন্য ধারণা করা হচ্ছে, ‘শহীদ বাঘেরি’ গত নভেম্বরে ইরানের শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজ থেকে বের হয়ে প্রথম পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছে।
এছাড়া, ইরানের আরও দুটি ড্রোন ক্যারিয়ার ‘শহীদ মাহদাভি’ এবং ‘শহীদ রৌদাকি’ও স্যাটেলাইটে ধরা পড়েছে। এই দুইটি জাহাজও আগে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলেও পরে সামরিক কাজে রূপান্তরিত করা হয়েছে।
এই ড্রোন ক্যারিয়ারগুলোর মাধ্যমে ইরানি নৌবাহিনী তাদের ড্রোনগুলোকে যুদ্ধক্ষেত্রের কাছে আরও দ্রুত পৌঁছাতে সক্ষম হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার দীর্ঘ সময় পরেও, ইরান তার নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে, যা ইউরোপ এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। বিশেষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ইরানের শাহেদ ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম