জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী ঝালকাঠি সদর ও নলছিটি থানায় দুটি মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।
এই মামলাগুলি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বিএনপির প্রার্থী জিবা আমিনা আল গাজীর নির্বাচনী প্রচারণার সময় ঘটে যাওয়া হামলার ঘটনায় দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, নির্বাচনের সময় আওয়ামী লীগের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে তার গাড়িবহর ভাঙচুর ও তাকে শারীরিকভাবে আঘাত করেছে। হামলায় জিবা আমিনা আল গাজীসহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে দুটি এজাহার দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এজাহার দুটি এখন মামলার রেকর্ডিং প্রক্রিয়ায় রয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জিবা আমিনা আল গাজীর আইনজীবী, অ্যাডভোকেট ফয়সাল খান বলেন, “২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির প্রার্থীকে প্রচারণা চালাতে দেয়নি এবং তাদের ওপর হামলা করেছিল। এই হামলা শেখ হাসিনা ও আমির হোসেন আমুর নির্দেশে ঘটেছিল, এবং এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার।”
মহিলা দলের নেতা জিবা আমিনা আল গাজী বলেন, “ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা অনেকদিন ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি, কিন্তু এখন সময় এসেছে। এজন্যই আমি এজাহার দায়ের করেছি।”
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, “এজাহারটি পর্যালোচনা করা হবে এবং মামলা রেকর্ড করা হবে।” ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানও বলেন, “এজাহার প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই মামলা রেকর্ড করা হবে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম