পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রশাসন ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মামুন অর রশিদ, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।
সকাল সাড়ে ৯টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজনে শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
বেলা ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট, ফুটবল এবং ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন।
পবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দুপুর ২টায় বিজয় মেলার আয়োজন করা হয়, যেখানে চারু ও কারুশিল্প এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শিত হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে মুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে।
বিজয় দিবস উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়।
আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে।
পবিপ্রবি প্রশাসনের উদ্যোগ ছাড়াও বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।