শিরোনাম

বিএনপির কনসার্টে সাংবাদিকদের মঞ্চ ভেঙে আহত কয়েকজন

Views: 6

বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত কনসার্টে সাংবাদিকদের জন্য নির্মিত মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। কনসার্ট চলাকালীন মঞ্চটি ভেঙে পড়লে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা আহত হন।

কনসার্টের শুরুর দিকে সাধারণ মানুষসহ গণমাধ্যমকর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুরের পর থেকেই সংসদ ভবন চত্বর ও আশপাশের এলাকা লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জাতীয় পতাকা হাতে, মুখে আলপনা এঁকে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু, কিশোররা বিজয় দিবসের এ কনসার্টে অংশ নিতে আসেন।

কনসার্টে পারফর্ম করছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। জানা গেছে, মঞ্চে উঠবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারসহ আরও অনেকে।

এদিকে কনসার্ট ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর রোড, আগারগাঁও, ফার্মগেট, পান্থপথ ও গুলিস্তানসহ বেশ কিছু এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

কনসার্টের আয়োজক ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। সংগঠনের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা বিজয়ের আনন্দ উদযাপন করছি।”

এর আগে কনসার্টের শুরুতে সংগীতশিল্পী ইথুন বাবু ও মৌসুমী মঞ্চে ওঠেন এবং গেয়ে শোনান ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *