শিরোনাম

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে গলাচিপায় শোভাযাত্রা ও আলোচনা সভা

Views: 47

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩ পালিত হয়েছে।
‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’- এই প্রতিপাদ্যের আলোকে জুনোটিক ডিজিট কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নূর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, গলাচিপা থানার এসআই মো. শাহ আলম প্রমুখ।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নার্স, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *