শিরোনাম

মোদির বিজয় দিবসের বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

Views: 8

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মন্তব্য করেছেন, তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরেন্দ্র মোদি তার মতো করে কথা বলেছেন, আমরাও আমাদের মতো করে এর উত্তর দেবো।” তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে আইন উপদেষ্টার মন্তব্যকে ব্যক্তিগত বলে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “এটি রাষ্ট্রীয় কোনো অবস্থান নয়। তবে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির যথাযথ প্রতিক্রিয়া জানাবে।”

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামীকাল (১৮ ডিসেম্বর) মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি। সেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক হবে।” তিনি আরও জানান, মিয়ানমারে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে সেন্টমার্টিন রুট বদল করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনরায় ঠিক হয়ে যাবে।

ডি-৮ সম্মেলনের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “প্রধান উপদেষ্টা এই সম্মেলনে যোগ দেবেন। ডি-৮ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফোরাম। এই সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।” তবে কোন কোন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক হবে, সে বিষয়ে তিনি জানান যে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সার্বিকভাবে নরেন্দ্র মোদির মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *