মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার ছোট আউলিয়াপুরে অপহরণের ৮ দিন পর মাটির নিচ থেকে শিশু রাতুলের (১০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিহত শিশুর বাড়ির ১ কি.মি. দূর থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) নিহত রাতুলের মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে ছিল। বাবা ছিল পাশের ঘরে দোকানের গোডাউনে। নিহত রাতুলের বাবা লিটন ঘরামির হাত-পা বেঁধে দোকানের মালামাল নিয়ে যায় অপহরনকারীরা। পরে নিখোঁজের আট দিন পরে ঘটনায় জরিত থাকায় আটক দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে এক কিমি: দূরে ৫ নম্বর ওয়ার্ডের একটি ঘেরের পাশে মাটির নিচ থেকে গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় চুরি যাওয়া মালামাল পাশের জৈনকাঠী ইউনিয়নের শেয়াকাঠী বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাতুলের বাবা লিটন ঘরামি বলেন, ‘রাতে তিন গ্লাস পানি খাওয়ার পরে আমি অসুস্থ বোধ করি। তাই আমার দোকানের গোডাউনে শুয়ে পড়ি। আমি ঘুম থকে উঠে দেখি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ‘আমারা প্রাথমিক ভাবে জিজ্ঞেসাবাদের জন্য মা আসমা বেগমকে থানায় এনেছি, আশা করছি খুব শীঘ্রই মূল রহস্য উদ্ঘাটন করতে পারব। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সবকিছু জানানো হবে।’