শিরোনাম

সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করেছে

Views: 9

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এই চাল সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। প্রতি কেজি চালের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪.৮০০৪ টাকা, যার ফলে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানিতে সরকারের ব্যয় হবে ২৭৪ কোটি ২০ হাজার টাকা।

এছাড়া, সরকার আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করার উদ্যোগ নিয়েছে। সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের খাদ্য মজুত বাড়ানোর লক্ষ্যে মোট ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে, যা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন করেছে। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন চালের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যেগুলোর মধ্যে মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন দর দিয়ে চুক্তি পায়।

এছাড়া, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা সচল রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করা হবে। মসুর ডালের প্রতি কেজির মূল্য ৯৫.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে মোট ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা। ৪টি দরপত্র জমা পড়লেও শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, ঢাকা চূড়ান্ত ভাবে জয়ী হয়।

তাছাড়া, সয়াবিন তেলও প্রয়োজনীয়তার মধ্যে অন্যতম, যেখানে সরকার স্থানীয়ভাবে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি লিটার ১৭২.২৫ টাকা দরে ক্রয় করা হবে, এবং মোট ব্যয় হবে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় ২০২৪-২০২৫ অর্থবছরে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করেছিল, কিন্তু মাত্র ১ কোটি ১০ লাখ লিটার সরবরাহের জন্য ১টি দরপ্রস্তাব জমা পড়ে। সিটি এডিবল অয়েল লিমিটেড, ঢাকা এই তেল সরবরাহ করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *