Views: 5
চন্দ্রদ্বীপ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু বাংলাদেশের। দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। এমন সমীকরণ নিয়ে আজ বুধবার (১৮ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ।
কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৬টায় দুই দলের লড়াই শুরু হয়েছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সাত রানের নাটকীয় জয় তুলে নেয়। তাই দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। একই ভেন্যুতে ম্যাচ হওয়ায় মাঠের আচরণ সম্পর্কেও অবগত লিটন-মেহেদিরা।