শিরোনাম

কাউখালীতে নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন মহারাজ

Views: 47

 

বরিশাল অফিস: পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের সড়ক বিভাগের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক কাউখালী বাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয় পর্যন্ত দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ও বৃষ্টির সময় রাস্তার উপরে হাঁটু সমান পানি জমে থাকার কারণে যান চলাচলে বিঘœ সৃষ্টি হতো। এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে শতশত পথচারী, স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে।

এলাকাবাসী জন প্রতিনিধি, বিভিন্ন অফিসে ধরনা দিয়েও রাস্তার সংস্কার কাজ করাতে পারেনি। জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বহুবার সংবাদ প্রকাশ করার পরও কর্তৃপক্ষের নজরে আসেনি। কর্তৃপক্ষের কাছে আলাপ করে জানা যায়, সড়ক বিভাগের এই রাস্তাটি টেন্ডার হয়েছে যে কোন সময় শুরু হবে। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তু রাস্তার কাজ শুরু হয়নি। পত্রিকার সহ বিভিন্ন মাধ্যমে এই রাস্তা দিয়ে চলাচলের জন দুর্ভোগের সংবাদ পেয়ে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ব্যক্তিগত তহবিল থেকে রাস্তা সংস্কার কাজ শুরু করেন। এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানায়।

রিক্সা চালক লিটন বলেন, আমাদের দুর্ভোগ মহিউদ্দিন মহারাজ ভাইয়ের মাধ্যমে সমাধান হতে যাচ্ছে। পথচারী শুকুর আলী ও কলেজছাত্রী তামান্না বলেন আমরা এ রাস্তা দিয়ে খুবই কষ্ট সহকারে যাতায়াত করি। চলাচলের সময় আমাদের জামাকাপড় প্রায় সময় ময়লায় নষ্ট হয়ে যায়।

তরুণ সমাজসেবক রাসেল জানান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি শুধু নামেই মহারাজ নয় কাজেও একজন মহারাজা। কাউখালী বাসস্ট্যান্ড থেকে টেম্পুস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি দৈর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী ছিল। রাস্তাটি মেরামতে কেউ এগিয়ে আসেনি। কয়েকদিন পূর্বে রাস্তাটির বেহাল দশা তার দৃষ্টিগোচর হলে কাউখালী এসে তিনি সরেজমিন রাস্তাটি পরিদর্শন করেন এবং তার ব্যক্তিগত অর্থ দিয়ে রাস্তাটি সংস্কার করার জন্য আমরাজরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *