শিরোনাম

গৌরনদী শ্রেষ্ঠ উপজেলা, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশালের শীর্ষে

Views: 7

বরিশাল জেলার মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতার সাথে কাজ সম্পাদন করে গৌরনদী উপজেলা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন গৌরনদী উপজেলা কর্তৃপক্ষের কার্যক্রমকে স্বীকৃতি দেন এবং তাদের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে ঘোষণা করেন।

পরে জেলা প্রশাসক গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের হাতে স্বীকৃতির সনদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈসহ অন্যান্য কর্মকর্তারা।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, “জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সহকর্মীদের প্রচেষ্টার কারণেই গৌরনদী উপজেলা জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।” তিনি আরও বলেন, “যেকোনো ভাল কাজের স্বীকৃতি ওই কাজ করার প্রতি উৎসাহ যোগায়। তাই পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদান করে গৌরনদীবাসীকে আরো সম্মানের স্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *