বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদক বরিশাল অফিসের একটি টিম পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন শাহিদা বেগম এবং তার সহযোগী, তবে তাদের দ্বিতীয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এখনও জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে মারাত্মক ভোগান্তিতে পড়ছিলেন। এই দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদেরও জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর আগেও দুদক পাসপোর্ট অফিসে দুটি অভিযান পরিচালনা করেছিল, তবে তাদের পক্ষ থেকে কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে এবার তৃতীয় দফায় অভিযান চালিয়ে দুদক দুই দালালকে আটক করতে সক্ষম হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান এই ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি জানান, সেবার কাজে নিয়ম বহির্ভূত আচরণের অভিযোগ পাওয়ার পর দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম