শিরোনাম

গাজীপুরের টঙ্গীতে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Views: 6

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে এবং ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের জন্য গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারকে সহানুভূতি প্রকাশ করেন। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এসময়, এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, সরকার চায় যে, টঙ্গীতে এবারের বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে কিনা, সে বিষয়ে তাবলিগের দুই পক্ষের মুরুব্বিরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিক।

বৈঠক শেষে, জুবায়েরপন্থী গ্রুপের প্রতিনিধি মামুনুল হক অভিযোগ করেন, সাদপন্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং তাদের নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ‘এবার তারা মানুষ হত্যা করেছে এবং তাদের ইজতেমা আয়োজনের কোনো অধিকার নেই।’ তিনি আরো বলেন, সাদপন্থীদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং তাদের ইজতেমার অনুমতি দেওয়া হয়, তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

এদিকে, সাদপন্থীদের পক্ষ থেকে মুখপাত্র রেজা আরিফ জানান, টঙ্গীর ইজতেমা মাঠ ত্যাগ করা মুসল্লিরা প্রাণহানির ঘটনায় শোকাহত। তবে, সমাধান কোথায় তা নিয়ে সকল পক্ষই নিরব ছিল।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *