দেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড।
সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের অনুষ্ঠানে চারটি বিভাগে ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে—পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট।
‘সেরা সিনেমা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’। এদিকে, বিঞ্জের ‘ফ্রাইডে’ নির্মাণ করে ওয়েব ফিল্মের সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রায়হান রাফী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তমা মির্জা ও ফারজানা ছবি, যারা মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
রায়হান রাফী এই পুরস্কার জয়ে উচ্ছ্বসিত এবং তাকে তার পরবর্তী ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’ মুক্তির জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, “এই পুরস্কারটি আমার জন্য প্রেরণা হিসেবে কাজ করবে, এবং আমি আশা করছি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আমার নতুন কাজও দর্শক ও সমালোচকদের মন জয় করবে।”
এদিকে, রবি আজিয়াটা পিএলসির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জও রায়হান রাফীকে অভিনন্দন জানিয়েছে। বিঞ্জের হেড অব কনটেন্ট উম্মে খাইরুন ইসলাম বলেন, “রায়হান রাফীকে অভিনন্দন জানাই, তার নির্মিত ‘ফ্রাইডে’ একটি চ্যালেঞ্জিং কাজ ছিলো এবং তিনি সেরা জনপ্রিয় পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন, যা বিঞ্জের সাফল্যও।”
এছাড়া, পপুলার বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘মহানগর ২’ সিরিজে অভিনয় করে জয়ী হয়েছেন মোশাররফ করিম, এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন যৌথভাবে আজমেরী হক বাঁধন ও তাসনিয়া ফারিণ। শ্রেষ্ঠ নেগেটিভ অভিনেতার পুরস্কার জিতেছেন আফরান নিশো।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম