শিরোনাম

শাকিব খান: “আমাকে পথ দেখাতে হবে সবার জন্য”

Views: 8

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার নতুন ছবি ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন। রাজধানীর এক হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নিজের দৃষ্টিভঙ্গি ও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।

শাকিব বলেন, “আমরা শিল্পীরা সব সময় ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে আমার মনে হয়, আমার দায়িত্বটা সব সময় বেশি। আমাকে এমন পথ তৈরি করতে হবে, যেই পথে নতুন প্রজন্ম সহজে এগিয়ে যেতে পারবে।”

সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি নিয়ে তার অভিমত, “বিশ্ব জয় করেছেন শাহরুখ খান। তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে এগিয়ে চলেছেন। আমরাও আন্তর্জাতিক পজিশন তৈরি করতে পারি। সেই পথেই হাঁটবে আমাদের পরবর্তী প্রজন্ম।”

শাকিব আরও বলেন, “আজকে যে নতুন ছেলে বা মেয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদের পথচলাটা সহজ করে দিতে চাই। আমাকে না হেরে জিততে হবে। নতুন কোনো পথ বের করতে হবে, যেই পথে সবাই চলতে পারবে।”

উল্লেখ্য, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খানের অভিনয় জীবন শুরু হয়। তিনি ঢালিউডের ‘কিং খান’ নামে সুপরিচিত এবং বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *