শিরোনাম

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

Views: 5

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলীন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত রেস্তোরাঁ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার বিস্তারিত:
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুতই ১০টা ৪৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একে একে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ধোঁয়া ও আগুনের কারণে রেস্টুরেন্টটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। তবুও দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আশপাশের এলাকায় আগুন ছড়ায়নি। উদ্ধার করা ৭ জনের মধ্যে কেউ গুরুতর আহত কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখযোগ্য দিক:
আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক ধারণায় গ্যাসের লাইন কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগতে পারে।

উদ্ধার কার্যক্রম:
আগুনের সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা কর্মী ও কাস্টমারদের অনেকেই আটকা পড়েন। দ্রুত উদ্ধার তৎপরতার ফলে ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *