শিরোনাম

ভোলায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

Views: 5

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৫টি ধারালো অস্ত্রসহ আলমগীর ও রিয়াদ নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২০ ডিসেম্বর) ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিস্তারিত:
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বেলা ১১টায় ভোলা কোস্টগার্ড কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে আলমগীর মাতব্বর ও রিয়াদ মাতব্বর স্থানীয় গঙ্গাপুর চর ও দক্ষিণ দিঘলদী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, জমি দখল, এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ আসলে কোস্টগার্ড অভিযান চালায়।

অস্ত্র ও গ্রেপ্তারের বিবরণ:
অভিযান পরিচালনা করে কোড়ালিয়া গ্রামে তাদের আস্তানা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৫টি ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামতসহ তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সন্ত্রাসীদের অপরাধ চক্র:
কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে, দীর্ঘদিন ধরে এ দুই সন্ত্রাসী স্থানীয়ভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *