শিরোনাম

কলাপাড়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত ৬

Views: 9

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে বাড়ির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের অবস্থা ও চিকিৎসা

গুরুতর আহত মো. সাইফুল ইসলাম (৩০), মো. আলামিন (১৮) ও মো. এমদাদুল হক (৪২) কে কলাপাড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হাফেজ মো. শাহজাহান (৫৫), মোসা. নাসিমা বেগম (৪৫) ও মাইনুদ্দিন (২০) নামের তিনজনকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে শাহজাহান মিয়া ও এমদাদুল হকের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এমদাদুল তার বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে শাহজাহানের পরিবারের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত শাহজাহান বলেন, “সকালে এমদাদুল তার স্ত্রী ও শালা আলামিনকে নিয়ে আমাদের বাড়ির সীমানায় বেড়া দিতে আসে। আমার ছেলে সাইফুল বাধা দিলে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় আমাকেও মারধর করা হয়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়ও তারা আমাদের ওপর হামলা চালায়।”

অপরদিকে, আহত আলামিন বলেন, “বাড়ির সীমানায় বেড়া দেওয়ার সময় হঠাৎ সাইফুল ও তার বাবা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার মাথায় আঘাত লাগে। তবে হাসপাতালে কোনো হামলার ঘটনা ঘটেনি।”

পুলিশের বক্তব্য

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *