শিরোনাম

কলাপাড়ায় সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মতবিরোধ নিয়ে আলোচনা সভা

Views: 7

পটুয়াখালীর কলাপাড়ায় সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে চলমান মতবিরোধ সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের নেতাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউএনও মো. রবিউল ইসলাম।

আলোচনা সভায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাবাব এবং জুবায়েরপন্থী নেতা মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মাসুম, মাওলানা আবুল বাশার, মাওলানা মো. ইসমাইল হোসেন, এবং মাওলানা মো. খলিলুর রহমান।

সাদপন্থী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আইনুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মো. ইমরান, মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ ইউসুফ, এবং মো. মতিউর রহমান।

সভায় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক মতবিরোধ নিরসনের উপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্ট নেতারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাধানের জন্য একমত হন।

সভায় ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, “এই মতবিরোধ যেন আর কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয়, তা নিশ্চিত করতে উভয় পক্ষকেই সহযোগিতা করতে হবে। প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *