শিরোনাম

চিরকুট: পুরনো বন্ধন ভেঙে নতুন যাত্রা

Views: 5

জনপ্রিয় ব্যান্ড চিরকুট আবারও ভাঙনের মুখে পড়েছে। দলের পুরনো সদস্যদের অনেকেই দল ছেড়ে চলে গেছেন। তবে ব্যান্ডটির হাল ধরে রেখেছেন ভোকাল শারমিন সুলতানা সুমি।

আর্মি স্টেডিয়ামে চিরকুটের পরিবেশনা শুনে শ্রোতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন, ‘গানগুলোতে আগের সেই উষ্ণতা আর নেই।’ মঞ্চে ভোকাল সুমির কণ্ঠ থাকলেও যন্ত্রসংগীতের সুরে পুরনো সদস্যদের উপস্থিতি মিস করেছেন শ্রোতারা।

অনুসন্ধানে জানা গেছে, দলের বেশিরভাগ সদস্য ক্যারিয়ারের উন্নতির জন্য ব্যান্ড ছেড়ে দিয়েছেন। ইকোস অব রেভল্যুশন কনসার্টে চিরকুটের সঙ্গে যারা বাজিয়েছেন, তাদের অধিকাংশই নতুন কিংবা অতিথি শিল্পী। ড্রাম বাজিয়েছেন দ্বীপ রায়, কিবোর্ডে ইয়ার হোসেন, গিটারে শুভ্র ও ইলেকট্রিক গিটারে দিব্য নাসের। তবে পুরনো সদস্যদের বিদায় দলটিকে যেন আরও নিঃসঙ্গ করে ফেলেছে।

সাবেক এক সদস্যের মতে, ব্যক্তিগত লোভ ও স্বার্থের সংঘাতই ছিল দলের ভাঙনের মূল কারণ। পিন্টু ঘোষের বিদায় থেকে শুরু হওয়া এই যাত্রা ইমন চৌধুরী, দিদার, নিরব এবং সর্বশেষ পাভেল অরিনের লন্ডন যাত্রা পর্যন্ত পৌঁছেছে।

তবুও, এই ভাঙাগড়ার মধ্যেও চিরকুট এগিয়ে চলছে। দলনেতা সুমি জানিয়েছেন, শিগগিরই তাদের নতুন গান প্রকাশিত হবে। ব্যান্ডের ইতিহাসে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় রয়েছে তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *