শিরোনাম

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

Views: 4

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া ছনখলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোর মালিক আলী হাওলাদারের দুই ছেলে সাগর (৩৫) ও সাদ্দাম (৩৮), এবং রুস্তম হাওলাদারের ছেলে আনিস হাওলাদার (৪০)। পরিবারের সদস্যরা পেশায় শ্রমজীবী এবং ঘটনার সময় তারা ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে থাকা তাদের বৃদ্ধ পিতা-মাতা ও স্ত্রীরা অল্পের জন্য রক্ষা পান।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাগরের স্ত্রী রান্নার সময় গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হয়নি। ফায়ার সার্ভিস দলটি দূরত্বের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আরও তিনটি ঘর রক্ষা করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাথা গোঁজার ঠাঁই নেই। আগুনে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য রেফাবুল্লা ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেছেন, “ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাদের ঘর নির্মাণে টিন সরবরাহ করা হবে।”

এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। একই সঙ্গে তারা পুনর্বাসনের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *