শিরোনাম

গুগলের সার্চ ট্রেন্ডে ২০২৪ সালের জনপ্রিয় ঘটনা ও ব্যক্তি

Views: 5

২০২৪ সাল শেষ হতে যাচ্ছে। নতুন বছরের দরজায় কড়া নাড়ছে ২০২৫। বিদায়ী বছরটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির জন্য স্মরণীয় হয়ে থাকবে। গুগল সম্প্রতি তাদের সার্চ ট্রেন্ডিং তালিকা প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে বছরের আলোচিত ইভেন্ট ও ব্যক্তিদের তথ্য।

গুগলের ইয়ার ইন সার্চ অনুযায়ী, চলতি বছরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত তথ্য। এ তালিকায় আরও ছিল আইফোন-১৬ রিলিজ, ব্লকবাস্টার সিনেমা, টিকটক ট্রেন্ড এবং ফ্যাশন-স্টাইল সংক্রান্ত বিষয়।

এ বছর ক্রীড়া ইভেন্টে সার্চ ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল কোপা আমেরিকা, এরপর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) ও আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া প্যারিস অলিম্পিক গেমস, ভারত-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ এবং প্রয়াত গায়ক লিয়াম পেইন সম্পর্কিত তথ্যও তালিকায় ছিল।

সার্চে শীর্ষ ব্যক্তিরা
এ বছরের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের মধ্যে প্রথমেই আছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর রয়েছেন ক্যাথরিন, প্রিন্সেস অফ ওয়েলস; কমলা হ্যারিস; ইমান খলিফ এবং জো বাইডেন।

নিউজ ও শব্দ অনুসন্ধান
গুগলে সবচেয়ে বেশি খোঁজা সংবাদের মধ্যে শীর্ষে ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, অতিরিক্ত তাপদাহ, প্যারিস অলিম্পিক এবং হারিকেন মিল্টন। সার্চ করা শব্দের মধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচন সংক্রান্ত খবর এবং নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’ উল্লেখযোগ্য।

মৃত ব্যক্তির তালিকা
প্রয়াত ব্যক্তিদের মধ্যে সার্চ ট্রেন্ডে শীর্ষে ছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন। এরপর রয়েছেন টবি কিথ, ওজে সিম্পসন, শ্যানেন ডোহার্টি এবং জাপানি মাঙ্গা শিল্পী আকিরা তোরিয়ামা।

২০২৪ সালে গুগলের সার্চ ট্রেন্ড বিশ্বজুড়ে মানুষের আগ্রহের প্রতিফলন দিয়েছে। নতুন বছরে এই তালিকা আরও নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আসবে, সেটাই সবার প্রত্যাশা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *