Views: 8
চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে’—এমন তথ্য ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যদিও ছড়ানোর তথ্যের কোনো সত্যতা নেই বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এবার শনিবার স্কুল বন্ধ রাখার বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় ৭৬ দিন স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।