সাগরকন্যা কুয়াকাটায় টেলিভিশন সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনু এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সাঈদ। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটি
সভাপতি: কাজী সাঈদ (আরটিভি)
সাধারণ সম্পাদক: মিজানুর রহমান (এশিয়ান টিভি)
সহ-সভাপতি: হোসাইন আমির (বিজয় টিভি)
সহ-সাধারণ সম্পাদক: আসাদুজ্জামান মিরাজ (নাগরিক টিভি)
অর্থ সম্পাদক: মনির হাওলাদার (বাংলা টিভি)
দপ্তর সম্পাদক: হাফিজুর রহমান আকাশ (গ্লোবাল টিভি)
নির্বাহী সদস্য: আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস), মনিরুল ইসলাম (জিটিভি), নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি), জহিরুল ইসলাম মিরন (বাংলাভিশন), শহিদুল ইসলাম (কলকাতা টিভি)।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য
সভাপতি কাজী সাঈদ তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ রেখে দক্ষিণ উপকূলের অবহেলিত জনপদের মানুষের কথা ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরার জন্য কাজ করবো।”
সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “সাংবাদিকতার মান উন্নয়নে এবং সংগঠনের সুনাম বৃদ্ধিতে সবাই মিলে কাজ করতে হবে। একসঙ্গে কাজ করলে আমরা কুয়াকাটাকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো।”
নব-গঠিত এই কমিটি আগামী দুই বছর কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যক্রম পরিচালনা করবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম