এদিকে উদয়পুরে বিয়ে সেরে দিল্লিতে শ্বশুরবাড়ি ফিরেছেন পরিণীতি। নতুন খবর—আপাতত রাজধানীতে রাঘবের বাংলোতেই থাকছেন তিনি। বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনাও নাকি নেই এ যুগলের। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে কোনও কমতি রাখতে চান না তারা।জানা গেছে, বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর, প্রিয়ঙ্কা-নিকের মতো একাধিক শহরে রিসিপশন পার্টির আয়োজন রাখছেন রাঘব-পরিণীতি। দিল্লিতে রাঘবের রাজনীতির জগতের বন্ধু ও সহকর্মীদের জন্য থাকছে একটি রিসিপশন। আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে সেই অনুষ্ঠানটি।
সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে একটি আমন্ত্রণপত্রও। তা থেকে জানা যাচ্ছে, খাস দিল্লিতে নয়, তাজ চণ্ডীগড়ে রিসিপশন লাঞ্চের আয়োজন রেখেছেন রাঘব-পরিণীতি। যদিও এই আমন্ত্রণপত্রের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এছাড়া দিল্লির পর মুম্বইয়েও রয়েছে একটি রিসিপশন পার্টির আয়োজন। বিনোদন জগতে পরিণীতির বন্ধু ও সহকর্মীদের জন্য মায়ানগরীতেও বসবে আরও একটি প্রীতিভোজ।