শিরোনাম

চলে গেলেন কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল

Views: 3

ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

গত সপ্তাহে (১৪ ডিসেম্বর) তিনি নিজের ৯০তম জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করেছিলেন। তারপর মাত্র ক’দিনের ব্যবধানে থেমে গেল তার কর্মমুখর জীবন।

বাংলাদেশে শ্যাম বেনেগাল বেশি পরিচিতি লাভ করেন বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র “মুজিব: একটি জাতির রূপকার” নির্মাণের সময়। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভকে দৃশ্য বুঝিয়ে দেওয়ার মুহূর্তগুলো আজও স্মরণীয়।

শ্যাম বেনেগাল ছিলেন বলিউডের আর্ট ফিল্ম ঘরানার অন্যতম পথিকৃৎ। তার পরিচালনায় উঠে এসেছেন শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিরউদ্দিন শাহের মতো অসাধারণ অভিনেতারা। শুধু আর্ট ফিল্ম নয়, বাণিজ্যিক ধারার সিনেমাতেও তার দক্ষতা ছিল অবিস্মরণীয়।

তিনি জীবনের গভীর মানবিক দিকগুলোকে সিনেমায় নিপুণভাবে ফুটিয়ে তুলতেন। তার আইকনিক ক্ল্যাসিক ছবিগুলোর মধ্যে রয়েছে “অঙ্কুর”, “নিশান্ত”, “মন্থন”, “ভূমিকা”, “মাম্মো”, “সর্দারি বেগম”, “জুবায়েদা”।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য শ্যাম বেনেগালকে ১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়।

এক কর্মমুখর জীবন শেষে শ্যাম বেনেগাল রেখে গেছেন অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। তার মৃত্যুতে চলচ্চিত্রজগত এক যুগান্তকারী প্রতিভাকে হারাল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *