শিরোনাম

ভারত সরকার ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে

Views: 4

ভারত সরকার ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে, যেগুলোর বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট প্রচারের অভিযোগ উঠেছিল। সরকারের দাবি, এসব প্ল্যাটফর্ম দেশীয় আইন লঙ্ঘন করে আপত্তিকর এবং পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়াচ্ছিল। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সরকার জানিয়েছে, ২০২১ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় পর্নোগ্রাফি প্রদর্শনে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হলেও কিছু ওটিটি প্ল্যাটফর্ম আইন উপেক্ষা করে আপত্তিকর কনটেন্ট প্রচার চালিয়ে আসছিল। এই পদক্ষেপকে দেশীয় সংস্কৃতি এবং আইনের সুরক্ষার অংশ হিসেবে দেখছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতে, এসব প্ল্যাটফর্ম শুধু অশ্লীল কনটেন্ট দেখিয়েই ক্ষান্ত থাকেনি, বরং ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে দর্শকদের আকৃষ্ট করতে বিভিন্ন ক্লিপ শেয়ার করেছে। এতে করে ব্যবহারকারীদের পুরো ভিডিও দেখার জন্য অ্যাপ ডাউনলোডে প্রলুব্ধ করা হয়েছে। এর ফলে তথ্য সুরক্ষার গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।

নিষিদ্ধ করা ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আনকাট আড্ডা, ভুভি, ড্রিমস ফিল্মস, ইয়েসমা, এবং ট্রি ফ্লিকস।

সরকার শুধু প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেই থেমে থাকেনি, বরং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এরা সচেতনভাবে আইন লঙ্ঘন করে অশ্লীল কনটেন্টের মাধ্যমে সমাজে অপসংস্কৃতি ছড়িয়েছে।

সরকারের মতে, নাগরিকদের তথ্য সুরক্ষা এবং যুব সমাজকে অপসংস্কৃতি থেকে রক্ষা করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এই নিষেধাজ্ঞা সেই লক্ষ্যপূরণেরই একটি বড় পদক্ষেপ।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *