ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান, যিনি ‘ফুলের নামে নাম’ ও ‘মায়া শালিক’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন, সম্প্রতি আরটিভির ‘স্টারস অফ টুয়েন্টি’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের কিছু মূল্যবান মতামত তুলে ধরেছেন।
এছাড়াও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা সাদিয়া আয়মান বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার অভিনয় দক্ষতা এবং উপস্থিতি দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
অলটাইম ব্রেড নিবেদিত আরটিভির ‘স্টারস অফ টুয়েন্টি’ শিরোনামের অনুষ্ঠানে সাদিয়া আয়মানকে প্রশ্ন করা হয়, কখনো কি নেতৃত্বে আসার ইচ্ছে আছে? তার উত্তরে তিনি জানান, “রাজনীতি আমি বুঝি না। তবে আন্দোলনের সময় আমি অনেক স্টাডি করেছি এবং বিভিন্ন ঘটনার পেছনে কী হচ্ছে সেগুলো জানার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “আমি যখন ‘ল’ পড়েছি, তখন আমার ক্রাইমের বই কিংবা ক্রাইমের কেইসগুলো স্টাডি করতে খুব ভালো লাগতো।”
এছাড়াও, সাদিয়া আয়মানের কাছে জানতে চাওয়া হয়, যদি কখনো উপদেষ্টা হওয়ার জন্য কল আসে, তবে তিনি কী করবেন? সাদিয়া পরিষ্কারভাবে জানান, “আমি উপদেষ্টা হতে চাই না। সবার জন্য রাজনৈতিক জায়গা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার মতামত প্রকাশ করতে চাই, তবে যদি আমি রাজনৈতিক আসনে বসি, তাহলে আমি সেসব কথা বলতে পারব না। কাজের জন্য তো অনেক বড় লোক আছেন, আমি চাই না আমার মতামত ও স্বাধীনতা কোনো বাধায় পড়ুক।”
এই অনুষ্ঠানে সাদিয়া আয়মানের বিভিন্ন দিক তুলে ধরা হয়, এবং অনুষ্ঠানটি ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আরটিভির পর্দায় প্রচারিত হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম