শিরোনাম

কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

Views: 4

পটুয়াখালীর কুয়াকাটায় জমি দখল ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী মো. ইউসুফ মহুরির বিরুদ্ধে। তার আপন ছোট ভাইয়ের ছেলেসহ প্রতিবেশী ৬টি পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। মঙ্গলবার কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য দেন শাহজাহান বিশ্বাস।

লিখিত বক্তব্যে বলা হয়, গাজী মো. ইউসুফ মহুরি দীর্ঘ ১৫ বছর ধরে জমি দখল, মামলা ও হয়রানির মাধ্যমে প্রতিবেশীদের জুলুম করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, ৫ আগস্টের পরে তিনি বরিশালে পালিয়ে যান। তার অনুপস্থিতিতে কিছু জমি উদ্ধার করা হলেও বরিশাল থেকে লোক পাঠিয়ে প্রতিবেশী হাবিব মৃধার প্রায় ৫০০ গাছ কেটে ফেলেন।

অভিযোগকারীরা জানান, ইউসুফ তাদের জমি দখল করেই ক্ষান্ত হননি, বরং তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ২০১৬ সালে আগের মামলাগুলোর নিষ্পত্তি হলেও, ৫ আগস্টের পর নতুন করে দুটি মামলা দায়ের করেছেন। এছাড়াও, তাদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

শাহজাহান বিশ্বাস অভিযোগ করেন, ইউসুফ তাদের বলেছেন, ‘শেখ হাসিনা এবার ক্ষমতায় এলে তোদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেব।’ এ হুমকি পরিবারগুলোকে আতঙ্কিত করেছে।

সংবাদ সম্মেলনে গাজী ইউসুফের আপন ভাই গাজী ইউনুসের পরিবারসহ মো. হোসেন বিশ্বাস, শাহজাহান বিশ্বাস, মোস্তফা ঘরামী, নুর নবী, শহীদ গাজী, কুলসুম, এবং হাবিব মৃধাসহ ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে গাজী মো. ইউসুফ বলেন, ‘দল ক্ষমতায় থাকাকালীন আমার দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি। কারও জমি দখল করিনি। তারা আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’ তবে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *