দিন দিন জমে উঠছে রিহ্যাব আবাসন মেলা। আজ ছুটি হওয়ায় দর্শনার্থীর পদচারণায় মুখর মেলা প্রাঙ্গন। মেলা সংশ্লিষ্টরা আশা করছেন শেষদিন শুক্রবার হওয়ায় ভীর আরও বাড়বে।
এদিকে, মেলায় ক্রেতা আকর্ষণের জন্য চমকপ্রদ ছাড় দিচ্ছে আবাসন কোম্পানিগুলো। মেলায় বুকিং দিলেই নিউভিশন ল্যান্ড মার্ক লিমিটেড দিচ্ছে ১৫ শতাংশ ছাড়।
প্লট, ফ্ল্যাট, নির্মাণ সামগ্রীর সরঞ্জামাদির বিভিন্ন অফার ও পরিচিতি নিয়ে স্টল সাজিয়েছে রিয়েল এস্টেট কোম্পানি, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান।
মেলাতে দর্শনার্থীদের ৫০ টাকা করে টিকিট কাটতে হচ্ছে। অবশ্য টিকিট থেকে র্যাফেল ড্র এর ব্যবস্থা আছে। প্রতিদিনই থাকছে ফ্রিজ, টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার। রয়েছে সবার জন্য ফ্রি কফি, চমৎকার ভিডিওগ্রাফি ও ফ্রি স্বাস্থ্য পরীক্ষা।
লতিফুর রহমান, বিশেষ প্রতিনিধি, চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম