পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বিভিন্ন খাবার হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৭,৫০০ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া।
অভিযানে আরাবেল্লা রেস্টুরেন্ট, বাবনা রেস্তোরা, পটুয়াখালী জয় হোটেল এন্ড রেস্তোরাসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে এবং খাবার ও পণ্যের মান বজায় রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে খাবার ও পণ্যের মান বজায় রাখা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া বলেন, “কুয়াকাটা পর্যটন এলাকায় বাজার মনিটরিংয়ের মাধ্যমে খাবার ও পণ্যের মান এবং মূল্য নির্ধারণ নিশ্চিত করতে আমরা কাজ করছি। পর্যটন মৌসুমে প্রতারণা রোধে এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রতিকার করবো।”