কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নৌবাহিনীর কার্যালয়ে গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভের মৃত্যু হয়েছে বলে দাবি করে কিয়েভ। তিনি কৃষ্ণসাগরে রাশিয়া ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার এবং রাশিয়ার একজন অন্যতম শীর্ষ নৌ-কর্মকর্তা।
তবে ওই কমান্ডারের মৃত্যু নিয়ে ইউক্রেনের দাবির পক্ষে-বিপক্ষে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেনের এমন দাবির পরপরই এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভকে একটি বৈঠকে অংশ নিতে দেখা গেছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও এবং ছবি প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে যে, প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এবং শীর্ষ অ্যাডমিরাল ও সেনাপ্রধানদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন সোকোলোভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে মঙ্গলবার দিনের শুরুতেই ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তবে ওই ভিডিওতে বেশ কয়েকবার সোকোলোভকে দেখা গেলেও তাকে কোনো কথা বলতে দেখা যায়নি। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে ব্ল্যাক সি ফ্লিটের প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে সম্প্রতি প্রকাশ হওয়া ওই ভিডিওতে রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, সেপ্টেম্বরে ইউক্রেনের ১৭ হাজারের বেশি সেনা নিহত হয়েছে এবং প্রায় তিন হাজার অস্ত্র ও সামরিক যান ধ্বংস করে দেওয়া হয়েছে।