বিপিএলের ১১তম আসরের আনুষ্ঠানিকতা মিউজিক ফেস্ট দিয়ে শুরু হলেও, ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন ২২ গজের লড়াইয়ের দিকে। আর শেষ মুহূর্তে দলে যুক্ত হয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শিরোনাম দখল করেছে শাহিন আফ্রিদির আগমনের মাধ্যমে।
শাহিন আফ্রিদি আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় এসে বিপিএলে অংশগ্রহণের জন্য প্রস্তুত। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে, প্রশ্ন উঠেছে যে কতটি ম্যাচের জন্য এই তারকা পেসার দলে যুক্ত হয়েছেন। মিজানুর রহমান জানান, ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা আফ্রিদি শুরুতে ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন। এই ৫ থেকে ৭টি ম্যাচে আফ্রিদি বরিশালের হয়ে মাঠ মাতাবেন।
প্রথম ম্যাচে বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে, আর ষষ্ঠ ম্যাচে রংপুরের বিপক্ষে। এই দুটি ম্যাচে শাহিন আফ্রিদি দেখা যাবেন। সিলেট পর্বে তিনটি ম্যাচেও আফ্রিদি বরিশালের প্রতিনিধিত্ব করবেন। যদি সাত ম্যাচের চুক্তি হয়, তবে চট্টগ্রাম পর্বেও মাঠে নামবেন তিনি।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের স্কোয়াডে আফ্রিদির যোগ হওয়া নিশ্চিতভাবেই তাদের শক্তি বাড়াবে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া এই স্কোয়াড এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সাইনিং এবং ড্রাফট মিলিয়ে ফরচুন বরিশাল শক্তিশালী দল গঠন করেছে।
ফরচুন বরিশাল স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।
মো: তুহিন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম