শিরোনাম

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে খসরু-জাকির প্যানেলের জয়

Views: 4

বরিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আমিনুল ইসলাম খসরু ও এসএম জাকির হোসেন প্যানেল। গতকাল, ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণের শুরু হয় বিকেল ৫টা থেকে এবং রাত ৮টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হকের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরণ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম খসরু সভাপতি পদে নির্বাচিত হন। তিনি ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, যিনি পেয়েছেন ২২ ভোট, এবং আজকের প্রথম সকালের প্রকাশক-সম্পাদক কাজী আল মামুন, যিনি পেয়েছেন ১৯ ভোট।

সহ-সভাপতি পদে বিপ্লবী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন, এবং এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জিয়াউদ্দিন বাবু পেয়েছেন ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম জাকির হোসেন ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আজকের বার্তার সম্পাদক কাজী আবদুল্লাহ আল রাসেল, যিনি পেয়েছেন ২২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর ব্যুরো চিফ এম মোফাজ্জেল ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এম লোকমান হোসাইন পেয়েছেন ২৭ ভোট।

এছাড়া, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালবেলার ব্যুরো চিফ আরিফিন তুষার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক পদে সাম্প্রতিক দেশকালের খান রুবেল ৪১ ভোট পেয়ে বিজয়ী হন।

কার্যনির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে এম জহির নির্বাচিত হন, এরপর ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন কমল সেনগুপ্ত। এছাড়া, ৫৮ ভোট পেয়ে তৃতীয় আব্দুর রাজ্জাক ভূইয়া ও পুলক চ্যাটার্জি নির্বাচিত হন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কোষাধ্যক্ষ পদে একুশে টিভির সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে বরিশালের আজকালের কে এম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে যুগান্তরের নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মো: তুহিন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *