শিরোনাম

সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেট অধিকার নিশ্চিত

Views: 6

বাংলাদেশে নতুন প্রণীত ‌‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই উদ্যোগ নিয়েছে, যা সাইবার সুরক্ষা ও মানবিক দিক উভয় ক্ষেত্রেই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের ১৭তম বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। তিনি আরও বলেন, “এই আইন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করবে এবং সাইবার স্পেসকে সুরক্ষিত রাখবে।”

তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব বলেছেন, “অধ্যাদেশটি ভবিষ্যতমুখী এবং মানবিক দিক বিবেচনায় অত্যন্ত সমৃদ্ধ। এটি নাগরিকদের ইন্টারনেট প্রাপ্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে।”

অধ্যাদেশে অধিকাংশ ধারাকে জামিনযোগ্য করা হয়েছে এবং শাস্তির মাত্রা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এটি ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সুরক্ষা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করবে।

এ অধ্যাদেশে ইন্টারনেট ব্যবহারের অধিকারের স্বীকৃতি দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো দেওয়া হয়েছে। আইনটি বাস্তবায়নে নাগরিকরা সাইবার হয়রানি থেকে সুরক্ষা পাবেন এবং আদালতের কার্যক্রমে সঠিক স্বচ্ছতা নিশ্চিত হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *