যুক্তরাষ্ট্র প্রবাসী জন দেশে ফিরে আসেন চাচার মৃত্যুর খবর পেয়ে। চাচার মৃত্যু তার জন্য গভীর শোকের কারণ হয়। তিনি প্রতিদিন চাচার কবরের পাশে গিয়ে মোমবাতি জ্বালান, কিন্তু একদিন এক অজানা মেয়েকে দেখতে পান, যিনি একে একে এমন কবরগুলোতে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন যেখানে কেউ যায় না। মেয়েটির প্রতি তার কৌতূহল বাড়তে থাকে এবং একদিন তিনি মেয়েটির সাথে কথা বলেন।
মেয়েটির নাম মেরিয়ান, যিনি গির্জার সিস্টারদের হোমে বড় হয়েছেন। মা-বাবা নেই, ছোটবেলায় ফাদার জোসেফ তাকে কুড়িয়ে পেয়েছেন। মেরিয়ান এক স্বপ্ন দেখে—একদিন তার একটি সুন্দর পরিবার হবে। জনও তার প্রতি দুর্বল হয়ে পড়েন, তবে মেরিয়ান যতই তাকে এড়িয়ে যেতে চায়, জন ততই তার কাছাকাছি যেতে চায়।
সারাজীবন মেরিয়ান নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও জনের ভালোবাসা কি তাকে তার অন্ধকার জগত থেকে বের করে আনবে?
বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে দেখা গিয়েছে নাটকটি। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন এবং পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্ষা, ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ।