শিরোনাম

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার লেহেঙ্গা

Views: 6

চন্দ্রদ্বীপ ডেস্ক: এ বছরের পুরোটা সময়ই আলোচনায় ছিলেন বি-টাউনের রানি ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি সৌন্দর্য ও অভিনয় দিয়ে অনেক আগে থেকেই খ্যাতি কুড়িয়েছেন বিশ্বব্যাপী। বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে তার অভিনীত অর্ধশতাধিক ছবি।

কিন্তু ঐশ্বরিয়ার আলোচিত, সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘যোধা আকবর’। যেখানে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে। এবার ছবিটি নিয়ে নতুন এক সাফল্যের কথা শোনা গেল।

‘যোধা আকবর’ ছবির বিয়ের দৃশ্যে এক বিখ্যাত লাল লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বরিয়া। সেই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার অ্যাকাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন লেহেঙ্গাটির; যা ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন বিশ্বসুন্দরী।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *