শিরোনাম

কলাপাড়ায় পাওনা টাকার দাবিতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

Views: 3

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপ বিদ্যুৎকেন্দ্রের চারজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন বরিশালের রূপাতলীর মিফতা ট্রেডার্সের ম্যানেজার সাইফুল ইসলাম রাহাত। অভিযুক্তরা টিইপিসি-সিএইচইসি-সিডব্লিউইসি প্রজেক্টে কর্মরত। মামলায় উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা সাইফুল ইসলামের প্রতিষ্ঠানের কাছে জেটি আনলোড ও পরিবহন খাতে ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৩২৮ টাকা বকেয়া রেখেছেন এবং দীর্ঘদিন ধরে পরিশোধে গড়িমসি করছেন।

মামলায় অভিযুক্ত চীনা কর্মকর্তারা হলেন প্রজেক্টের জেনারেল ম্যানেজার ইয়ং লিং, প্রজেক্ট ম্যানেজার লিফুডং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুতাও এবং নির্বাহী পরিচালক সানরুই। অভিযোগ অনুযায়ী, তিয়ানজিং ইলেক্ট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান সিএমইসি-এর কমট্রান্স প্রজেক্ট লজিস্টিক কোম্পানি লিমিটেড এবং সহযোগী ওসান ট্রাক লজিস্টিক (বিডি) লিমিটেডের সঙ্গে ২০২১ সালের ১০ জুন চুক্তি স্বাক্ষরিত হয়।

সাইফুল ইসলাম জানান, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করার পরও অভিযুক্তরা টাকা পরিশোধে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছেন। এমনকি কোম্পানি তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। নিরুপায় হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

মামলার প্রেক্ষিতে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ধানখালীতে নির্মিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরএনপিএল পাওয়ার প্লান্টটি উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *