শিরোনাম

বরিশালে শ্রমিকদের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

Views: 6

বরিশালে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির কারণে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতির কারণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে বরিশাল অঞ্চলের পণ্যবাহী নৌযান, তেল ও গ্যাসবাহী নৌযানসহ সব ধরনের মালবাহী নৌযান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। তাদের দাবি, নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের নেতা একিন আলী মাস্টার জানান, যদি তাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা পণ্য পরিবহণে সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *