শিরোনাম

সহযোগী অধ্যাপকদের পুনর্বহালের দাবিতে শেবামেকের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

Views: 6

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) এর দুই সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের বদলি করার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শেবামেকের ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, কিছু স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে এ বদলি করিয়েছে।

শিক্ষার্থীরা বলেন, শেবামেকের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আকবর কবির এবং প্যাথলজি বিভাগের বিভাগের প্রধান ডা. প্রবীর কুমার সাহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের বদলি করা হয়েছে। তারা আরও জানান, এই দুই শিক্ষকের বদলি শেবামেকের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়েছে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন শেবামেকের ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান রানা। তিনি বলেন, “এই বদলি আমাদের জন্য ক্ষতিকর এবং আমরা দাবি করছি, দুই সহযোগী অধ্যাপককে পূর্বের কর্মস্থলে পুনর্বহাল করা হোক। দাবি না মানা হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুমায়রা আনজুম জুঁই, মুজাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আজগর হোসাইন, মাহমুদুল হাসান মুশফিক, খন্দকার নাজমুস সালেহীন, আলিফ ইসলামসহ শেবামেকের ৫২তম ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা।

**মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম**

**ট্যাগ:** #শেবামেক #সহযোগীঅধ্যাপক #পুনর্বহাল #বদলি #বরিশাল #শিক্ষার্থী #মেডিক্যাল #শিক্ষার_দাবি #বাংলাদেশ

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *