শিরোনাম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে বিশাল গণমিছিল

Views: 7

পটুয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ গণমিছিলটি শুরু হয়।

গণমিছিলটির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মিছিলটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলার সামনে এসে শেষ হয়।

শিল্পকলা একাডেমির সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া। প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন। দলীয় নেতা-কর্মীদের সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়ে আসছেন।”

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এটিএম মোজাম্মেল হোসেন তপন

জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. মো. মহসিন উদ্দিন

জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন

সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর

 

গণমিছিলের আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ভরে তোলে। সমাবেশের সময় শিল্পকলা একাডেমি ও আশপাশের রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হয়।

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *