Views: 6
চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরাইল। আত্মরক্ষার্থে এমন পরিস্থিতিতে গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘থাড’ পেয়েছে তেল আবিব। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি।
এবার জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে ইয়েমেন থেকে আসা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ঠেকাতে প্রথমবারের মতো ‘থাড’ ব্যবহার করেছে ইসরাইল।