বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ১টি বেকারি ও ১টি মুদির দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ সেপ্টেম্বর) বাবুগঞ্জ বাজারে ১টি মুদির দোকানে খাদ্যে মূল্য তালিকা না থাকায় বেকারিতে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করার কারণে এসব জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) শাকিলা রহমান ।তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ১টি মুদি-মনিহারি দোকান ১টি বেকারি ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানা ওসি তুষার কুমার মন্ডল ।
অভিযানে মায়ের দোয়া বেকারি’ এর মালিক সাদ্দামকে ২০ হাজার টাকা, মুদি-মনিহারি দোকান এর মালিক খোকন খানকে ৩ হাজার টাকা মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাবুগঞ্জ থানার সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।