শিরোনাম

বিপিএল টিকিট পেতে মিরপুরে দর্শকদের বিক্ষোভ, উত্তেজনা ছড়ালো

Views: 8

বিপিএল শুরুর আগের দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। হাজারো দর্শক ভোর থেকেই স্টেডিয়ামের ১ ও ২ নম্বর ফটকের সামনে টিকিট সংগ্রহের জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু টিকিট বুথ বন্ধ থাকায় তারা ক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকে টিকিট পাওয়ার জন্য অনিশ্চয়তায় দাঁড়িয়ে থাকা দর্শকদের দাবি ছিল, টিকিট ছাড়া কেউ ফিরবেন না।

ক্ষোভ বাড়তে থাকলে এক পর্যায়ে দুই নম্বর ফটকের সামনে জমায়েত হওয়া দর্শকরা স্লোগান ও গালিগালাজ শুরু করেন এবং প্রবল ধাক্কাধাক্কিতে ফটক খুলে ফেলেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও দৌড়াদৌড়ির মধ্যে কয়েকজন দর্শক আহত হন। পরে লোহার ফটক তালাবদ্ধ করা হলেও উত্তেজনা থামেনি।

ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা এক দর্শক সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, “চার-পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কিছু জানলাম না। বারবার ১০-১৫ মিনিটের মধ্যে জানানো হবে বলা হলেও কিছু হয়নি। বিসিবি কি আমাদের কোনো মূল্য দেয় না?” আরেক দর্শক অভিযোগ করেন, “কালকেই আনসারদের কাছে ২০০-৪০০ টাকায় টিকিট পাওয়া যাবে।”

বিপিএল কর্তৃপক্ষ অবশেষে বেলা পৌনে ১২টায় টিকিট বিক্রির তথ্য জানায়। টিকিট অনলাইনে কেনা যাবে, তবে বুথ থেকে সংগ্রহ করতে হবে কি না, তা পরিষ্কার করা হয়নি। এছাড়া মধুমতি ব্যাংকের সাতটি শাখায়ও টিকিট কেনার সুযোগ থাকবে।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন বলেন, “দর্শকদের কাছে তথ্য আরও আগে পৌঁছানো উচিত ছিল। এখানে ব্যাংকসহ অন্যান্য স্টেকহোল্ডারের জটিলতা ছিল, তবে দায় আমাদেরই।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *