বরিশাল অফিস: বরিশালের মুলাদী অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ১১টা উপজেলার চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসা হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদু্যুৎ সমিতি-১এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন এলাকা পরিচালক ও সমিতি বোর্ডের সচিব মোঃ নুরনবী, পরিচালক শাহিন হোসেন, মুলাদী জোনাল অফিসের ইনচার্জ ডিজিএ প্রকৌশলী মোহসিন কবির, এজিএম মুরসালিনসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা বিদ্যুতের সঠিক ব্যবহার, অপচয়রোধ, বিদ্যুতায়িত হলে করণীয় এবং অনলাইন বিকাশ/রকেট/নগদে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে কথা বলেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময়ের অপচয় না করে আমরা নিজের ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। এ-সংক্রান্ত লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।