শিরোনাম

বিশ্বের ১১ শতাংশ স্বর্ণের মালিক ভারতীয় নারীরা

Views: 8

চন্দ্রদ্বীপ ডেস্ক: হাজারেরও অধিক বছর ধরে ভারতের নারীদের কাছে সম্পদ, ঐতিহ্য, আভিজাত্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের নারীরা সঞ্চয় করে আসছেন এই সুন্দর মহামূল্যবান ধাতুটি।

সাধারণত অলঙ্কার প্রস্তুতের মাধ্যমে স্বর্ণ সঞ্চয় করেন ভারতীয় নারীরা। বছরের পর বছর ধরে এই প্রবণতার জেরে তাদের কাছে থাকা স্বর্ণের পরিমাণও রীতিমতো ফুলে-ফেঁপে উঠছে। স্বর্ণের বাজার নিয়ন্ত্রণকারী বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নারীরা সামষ্টিকভাবে এই মুহূর্তে প্রায় ২৪ হাজার টন স্বর্ণের মালিক, শতকরা হিসেবে যা বিশ্বের মোট স্বর্ণের ১১ শতাংশ।

এমনকি বিশ্বের অনেক শিল্পোন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টেও এত পরিমাণ স্বর্ণ নেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে ৮ হাজার টন স্বর্ণ, জার্মানির রিজার্ভে রয়েছে ৩ হাজার ৩০০ টন স্বর্ণ এবং ইতালি, ফ্রান্স ও রাশিয়ার রিজার্ভে রয়েছে যথাক্রমে ২ হাজার ৪৫০ টন, ২ হাজার ৪০০ টন এবং ১ হাজার ৯০০ টন স্বর্ণ।

বিশ্বের শিল্পোন্নত এই ৫ দেশের রিজার্ভে থাকা স্বর্ণের মোট পরিমাণ ১৮ হাজার ৫০ টন। অর্থাৎ, ভারতীয় নারীদের কাছে থাকা স্বর্ণের পরিমাণ পৃথকভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স ও রাশিয়ার চেয়ে বেশি তো বটেই উপরন্তু এই ৫ দেশের রিজার্ভে মোট যে পরিমাণ সঞ্চিত স্বর্ণ রয়েছে— তার চেয়েও প্রায় ৬ হাজার টন বেশি।

শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও জার্মানির রিজার্ভে থাকা স্বর্ণের মোট পরিমাণের থেকেই বেশি স্বর্ণের মালিক ভারতীয় নারীরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *